Posts

Showing posts from May, 2018

ডিপ ভেইন থ্রম্বোসিস

Image
ডিপ ভেইন থ্রম্বোসিস   (deep vein thrombosis – DVT) শরীরের গভীর শিরা গুলোর যে কোন একটিতে রক্ত জমাট বেধে যাওয়াকে বলা হয় ডিপ ভেইন থ্রম্বোসিস। ইংরেজিতে সংক্ষেপে বলা হয় DVT। এটি সাধারণত পায়ের ভিতরের দিকে একটি শিরায় হয়। যে শিরাটি পায়ের গোছার মাংসপেশী (calf muscle) হয়ে উরুর মাংসপেশীর ভিতর দিয়ে উপরে উঠে যায় সেই শিরায় হয়। এর কারনে পায়ে ব্যথা হয়, ফুলে যায়। সবচেয়ে বিপদজনক হলো এর থেকে পালমোনারি এম্বোলিজম (pulmonary embolism) হতে পারে, যার কারনে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কাদের ঝুকি বেশি যে কারোরই এটা হতে পারে, তবে বয়সের সাথে সাথে এর ঝুকি বেড়ে যায়। ঝুকির মধ্যে আরো যা রয়েছে গর্ভাবস্থা এবং সন্তান জন্মের পর ৬ সপ্তাহ পর্যন্ত সময় (puerperium) যদি পূর্বে কখন থ্রম্বোএম্বোলিজম (thromboembolism) হয়ে থাকে (শিরায় জমাট বাধা রক্ত যখন সেখান থেকে ছুটে গিয়ে, রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে অন্য কোণ সরু রক্তনালীতে আটকে যায় এবং সেই রক্তনালীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন সেটাকে থ্রম্বোএম্বোলিজম বলে) ওজন বেশি অর্থাৎ স্থূলকায় হলে হার্ট ফেইলর (heart failure) বা ক্যান্সার থাকলে দীর্...