Posts

Showing posts from September, 2022

হৃদয়

Image
  হৃদয় ডাঃ এম এইচ মোহন ============= যেই চাঁদের আলোয়ে-আলোকিত তুমি, সেই আলোয়ে-দু‘চোখে স্বপ্ন বুনি। যেই সূর্য কিরণের জলকে ঘুম ভাঙ্গে তোমার, সেই জলকে আমি অনুভব করি। জানি আমি, তুমি এখন অনেক খানি দূরে, তবুও তুমি আছো মোর হৃদয় জুড়ে।।