লেকচারার,ডাঃ এম এইচ মোহন ............................................ বর্তমান সময়ে নারীদের বেশ আলোচিত এবং পরিচিত একটি রোগ হল ওভারিয়ান সিস্ট অথবা ডিম্বাশয়ের সিস্ট । যেকোন বয়সী নারীদের এই রোগ হতে পারে । তবে সাধারণত ৫০ বছর বয়সের মধ্যে এই রোগ দেখা দেয় । ওভারি বা ডিম্বাশয়ে পানিপূর্ণ থলেকে সিস্ট বলা হয় । নারীদের নানা ধরণের সিস্ট হতে পারে । যেমন ফাংশনাল সিস্ট , পলিসিস্টিক ( পিসিওএস ) সিস্ট , এন্ডমেট্রিওটিক সিস্ট , ডারময়েড সিস্ট এবং সিস্ট এডোনোমা । যদিও বেশিরভাগ ওভারিয়ান সিস্ট নন - ক্যান্সারিয়াস ( বিনাইন বা কম ক্ষতিকর ) প্রকৃতির হয়। তবে কিছু সিস্ট থাকে যা ক্যান্সারিয়াস ( ম্যালিগন্যান্ট ) হয়। সাধারণ কিছু লক্ষণের মাধ্যমে এই রোগ প্রকাশ পায়। শুরুতে যদি এই রোগের চিকিৎসা শুরু করা যায় , তবে তা সারিয়ে তোলা সম্ভব। সিস্ট হওয়ার সাধারণ লক্ষণগুলো আসুন তাহলে জেনে নেওয়া যাক । ফাংশনাল সিস্ট সাধারণত বেশির ভাগ নারীর ক্ষেত্রে ফাংশনাল সিস্ট হয়ে থাকে।ওভারি থেকে ডিম না ফুটলে অ...