গ্যাংগ্রিন কি জানেন তো!

ডাঃ এম এইচ মোহন লেকচারার,চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল । গ্যাংগ্রিন অর্থ শরীরের কোনো অংশের পচনশীল ঘা বা ক্ষত । কারণ রক্ত আমাদের দেহের প্রতিটি অংশ বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করে৷ শরীরে কোনো অংশে রক্ত সরবরাহ কমে গেলে বা সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে আক্রান্ত স্থানের কোষ বা কলাগুলোর মৃতু্য ঘটে৷ আঘাতজনিত কারণে দেহের কোনো অংশের রক্তনালী ছিড়ে গেলে ঐ অংশে পচনশীল ক্ষতের সৃষ্টি হতে পারে৷ আবার কিছু কিছু রোগ, যেমন- ডায়ডবেটিস, বার্জার রোগ ইত্যাদিতে দেহের বিভিন্ন অংশে বিশেষ করে হাত পায়ে পচনশীল ক্ষতের সৃষ্টি হতে পারে৷ ভীর কোনো ক্ষত ময়লা মাটি, রোগজীবাণু ইত্যাদি দ্বারা আক্রান্ত হলে গ্যাস গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা থাকে৷ পচনশীল ক্ষতের ধরন পচনশীল ক্ষতকে ৩ ভাগে ভাগ করা যায় ৷ ১. শুকনো গ্যাংগ্রিন ২. ভেজা গ্যাংগ্রিন ৩. গ্যাস গ্যাংগ্রিন ১. শুকনো গ্যাংগ্রিন · আক্রান্ত চামড়া শুকনো এবং কালো থাকে৷ · সাধারণত ইনফেকশন থাকে না৷ · খুব বেশি দুর্গন্ধ থাকে না৷ · রোগের বিস্তার হয় ধীরে ধীরে ৷ · ডায়বেট...