তুমি কি সেই
তুমি
কি সেই
ডাঃ
এম এইচ মোহন
===============================
এই
যেন বসে আছ,সেই তুমি
সেই
তনু,সেই ছবি, সেই চাউনি
ভালোবাসা
হয় বুঝি এমনি।।
এই
যেন বসে আছ ,সেই তুমি
তোমার
হাসিতে যেন, তারি ছবি ভেসে উঠে
তুমি
কি এসেছো ফিরে।।
তোমাকে
দেখে হৃদয় কেন সিক্ত হয়
তবে
কি তুমি আমার সেই
ভালোবাসা
আর বেঁচে থাকার আশা
তুমি
শুধু মোর ভালোবাসা।।
Comments
Post a Comment