পিরিয়ড বা মাসিকের ব্যথায় হোমিওপ্যাথিক চিকিৎসা
পিরিয়ড বা মাসিকের ব্যথায় হোমিওপ্যাথিক চিকিৎসা
=================================
এই সমস্যার প্রধান উপসর্গ তলপেটজুড়ে ব্যথা। কিশোরী বয়সে মাসিকের শুরু থেকেই দেখা দিতে পারে এন্ডোমেট্রিওসিসের ব্যথা, দুর্ভাগ্যজনকভাবে চলতে পারে মেনোপজ পর্যন্ত। নারীদের জরায়ুতে যে এন্ডোমেট্রিয়াল লাইন থাকে, তার কোষ জরায়ুর বাইরে ফেলোপিয়ান টিউব, ডিম্বাশয় বা পাউচ অব ডগলাসে লেপ্টে বসে থাকলে তাকে এন্ডোমেট্রিওসিস বলে। ঋতুস্রাবের আগে হরমোনের প্রভাবে এই সব অস্বাভাবিক এন্ডোমেট্রিয়াম টিস্যুগুলোও ছিঁড়ে বেরিয়ে আসে এবং প্রচুর রক্তপাত হয়। আর এ কারণে পেটে ভয়ানক ব্যথা হয়। কখনো কখনো রেক্টাম বা মলাশয়েও এটি হতে পারে।
অনেকের আবার অল্প বিস্তর এন্ডোমেট্রিওসিস থাকলেও কোনো উপসর্গই থাকে না। বন্ধ্যত্ব বা অন্য কারণে পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে।
প্রথম বা দ্বিতীয় পর্যায়ে বেশির ভাগ সময়ে খুব একটা সমস্যা হয় না। কিন্তু তৃতীয় বা চতুর্থ পর্যায়ে পৌঁছালে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বেশি রক্তপাত হয়। কিছুটা রক্ত পেটের মধ্যে জমা থেকে যায়। আর সমস্যা হয় এর থেকেই। জমা রক্ত চকলেট সিস্ট হয়ে পিরিয়ডের সময় এবং কখনো কখনো সারাক্ষণই পেটে ব্যথা করতে থাকে।
মাসিকের কিছুদিন আগে থেকে তলপেট খুব ব্যথা করে, মাসিক চলাকালীন ব্যথা বাড়তে থাকে এবং মাসিকের শেষ দিকে ব্যথা তীব্র হয়। হেভি মেন্সট্যুয়াল ব্লিডিং বা তীব্র রক্তপাত হতে পারে।
প্রস্রাব বা মলত্যাগের সময়ও মেয়েরা ব্যথায় কাতর হয়ে পড়ে। বিবাহিত মেয়েদের যৌন সংসর্গের সময় মারাত্মক ব্যথা ও যন্ত্রণা হয়। তলপেট ছাড়াও কোমরে ব্যথা করে।
ঋতু চলার সময় স্বাভাবিক জীবনযাপন অসহ্য হয়ে ওঠে। স্কুল–কলেজ বা অফিস যাওয়া বন্ধ করে বাড়িতে শুয়ে থাকা ছাড়া উপায় থাকে না। অল্প বয়সী মেয়েরা এ নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। এ ছাড়া এন্ডোমেট্রিওসিস থাকলে বন্ধ্যত্বের ঝুঁকি রয়েছে।
চিকিৎসাঃ
Homoeopathic Medicine.
1. Belladonna– It is effective when it feels like cramps or labor pain, may feel the pelvic organs will come out, and there is tension in the genitals or abdomen. Sharp moments of pulsating pain with a sharp opening, the cramps get critical from touch. The painful stings come on suddenly and halt abruptly; the flow is horrible and contains clots. Painful mensuration is intensely uncomfortable; the vagina is burning, and dry, and the pains are striking through the pelvis.
2. Chamomilla– It helps when you suffer from irritation, pointing out someone’s mistake and snapping over small issues. The pain gets worse from anger and better with warmth; the patient often cries out from the discomfort.
3. Cimicifuga– This homeopathic medicine helps in reducing lower back pain during excess flow that gets complicated by motion. When the pain is proportional to the flow, if there is excess flow then the pain also increases. Cimicifuga also cures the stiffness of the neck and shoulders and pain in the pelvic region.
4. Colocynthis– This medicine is useful for the piercing pains in ovaries which may occur before the flow begins, and painful cramps, it cures restlessness when the pain decreases with heat effects and applying pressure on the belly. Episodes of stress or repressed anger often provoke pain during periods.
5. Magnesia phos– None of the homeopathic remedies has achieved distinguished clinical reliability in period pain than Mag Phos. Females prefer this medicine during the gentle pressure for cramp relief, release from warmth, and bending forward, and the pain intensified in the uterus.
হোমিওপ্যাথিক কনসালটেন্ট
ডাঃ এম এইচ মোহন
প্রভাষক ও বিভাগীয় প্রধান- ক্রনিক ডিজিজ ও ফিজিওলজী বিভাগ- চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ।
চেম্বারঃ
মায়া হোমিও হল
মেহের কালিবাড়ী,
থানা রোড সংলগ্ন,
নূরপ্লাজা,
শাহরাস্তি,চাঁদপুর।
মোবাইলঃ 01720-382646
Comments
Post a Comment